আলাউদ্দিন ওয়াজেদ
২০০৪ সালের ২১ই আগস্টগ্রেনেড হামলায় জড়িত হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে আজ কুমিল্লা কান্দিরপাড় মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়।উক্ত মানববন্ধনের নেতৃত্ব দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জি.এস,সাবেক ভি.পি,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য,কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক জনাব নূর উর রহমান মাহমুদ তানিম।মানববন্ধন শেষে সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়।
গ্রেনেড হামলা সম্পর্কে নূর উর রহমান মাহমুদ তানিম বলেন,২১ই আগস্ট বাংলাদেশের জন্য এক কলঙ্কিত অধ্যায়।২০০৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে জাতিকে ও আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে বৃষ্টির মত গ্রেনেড নিক্ষেপ করে। ১৭ বছর আগের এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ই আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়। মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। সাংবাদিকেরাও আহত হন।