আলাউদ্দিন ওয়াজেদ (বিশেষ প্রতিনিধি):
করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই। এমন পরিস্থিতিতে ‘মাস্ক পড়ার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে আজ শুক্রবার বিকালে কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের প্রবাসীদের অর্থায়নে পরিচালিত প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সামাজিক,স্বেচ্ছাসেবী,রক্তদান ও সেবামূলক সংগঠন বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর পক্ষ থেকে কোভিড ১৯ এর তৃতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছর।
আসরের নামাজ শেষে বাইয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ সহ বাজারের বিভিন্ন স্থানে মাক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সকল প্রবাসীদের জন্য দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিটের প্রচার সম্পাদক, মোঃ মাহফুজুল ইসলাম মুন্নার প্রাণবন্ত সঞ্চালনায়, জনাব,মোঃ শাহাদাত হোসেন সুমননের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করা হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
ডা. মোঃ আবুবকর মজুমদার। ডা. আহসান উল্লাহ্। সাংবাদিক আলাউদ্দিন ওয়াজেদ
মো. বাপ্পি মজুমদার ইউনুস। সভাপতি নাংগলকোট সাংবাদিক সমিতি। মো. সাহাব উদ্দীন মোল্লা। মো.বাহার উদ্দিন মজুমদার নবী।হাজী মো.সহিদ উল্ল্যা।মো.জাহেদ হোসেন মজুমদার। মো. সুমন আহম্মেদ।
সভাপতি হিসাবে জনাব,মোঃ শাহাদাত হোসেন সুমন বলেন,দল-মত নির্বিশেষে আমরা সকলে সংঘবদ্ধভাবে আমাদের এই সমাজ বিনির্মাণে কাজ করে যাবো। যেকোনো প্রয়োজনে সংগঠনের পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ। আমি প্রত্যাশা রাখি যে সংগঠনের স্লোগান মানব সেবায় আমরা সবাই, আমাদের সংগ্রাম’ মানবতার কল্যাণে স্লোগানকে আপনারা সবাই বুকে ধারণ করবেন এবং সকল প্রয়োজনে আপনাদের পাশে আছি।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মো.ফজলু মজুমদার বাহরাইন প্রবাসী জানান,আমরা রেমিটেন্স যোদ্ধা হয়েও থেমে থাকেনি। দেশের ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে এ সংগঠনটি সৃষ্টি।তাই আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।
উল্লেখ্য, মাস্ক বিতরণের পাশাপাশি বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিটের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।