মোহাম্মদ জানে আলমঃ
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, লক্ষ্মীপুরের আবদুজ্জাহের ভূঁইয়া আনাস (এ জেড ভূঁইয়া আনাস)। বৃহস্পতিবার ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অফিস কক্ষে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন তিনি। এছাড়া এ নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ বিল্লাল হোসেন সাগর (আরটিভি) ও নাজমুস সাকিব (প্রথম আলো) সমান ভোট পাওয়ায় সদস্যদের পরামর্শে দুজনকেই ছয় মাস করে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আনাসের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী গ্রামে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমিতির অফিস কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ৩ সদস্যের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল কুদ্দুস শিকদার, সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান ও সাবেক সভাপতি তবিবুর রহমান।
এছাড়া সহ-সভাপতি আবদুর রহিম (আমার সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান তানভীর (ডেইলি বাংলাদেশ), কোষাধ্যক্ষ আব্দুল হাকিম (আমাদের নতুন সময়), দফতর সম্পাদক মো. রাকিবুল হাসান (ঢাকা পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান (জাগো নিউজ)। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন (রাইজিং বিডি) ও দেলায়োর হোসাইন (দেশ রূপান্তর)।
কমিটির ঘোষণার পর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ আই কে সেলিমুল্লাহ খন্দকার ও উপাধ্যক্ষ এ টি এম মঈনুল হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
আনাস বর্তমানে ঢাকা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর-এ অধ্যয়ন করছেন। পাশাপাশি জাতীয় গণমাধ্যম আমাদের সময়ডটকম-এ নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি প্রজন্ম নিউজ, দৈনিক উন্নয়ন বার্তা, দৈনিক আমাদের অর্থনীতিসহ একাধিক গণমাধ্যমে নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে যুক্ত। বর্তমানে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ছাড়াও বর্ণালি লেখক পরিষদের সভাপতি, জাগরণী লেখক পরিষদের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন আনাস। এর আগে বটতলী ছাত্রকল্যাণ পাঠাগারের সাংগঠনিক সম্পাদক, ঢাকা কলেজস্থ লক্ষ্মীপুর ছাত্র কল্যাণ পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন এই সাংবাদিক নেতা।