মোহাম্মদ জানে আলম, বিশেষ প্রতিনিধিঃ
বর্ণিল আয়োজনে বক্সগঞ্জ ইষ্টার্ণ স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান প্রার্থী নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
৮ মার্চ সোমবার সন্ধ্যায় বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ১০ ওভারের টানটান উত্তেজনারপূর্ণ খেলায় বক্সগঞ্জ ফ্রেন্ডস ক্লাব একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন অষ্টগ্রাম টাইগার্স স্পোর্টিং ক্লাব।
বক্সগঞ্জ ইষ্টার্ণ স্পোর্টিং ক্লাবের কার্য নির্বাহী কমিটির সভাপতি কামাল হোসেনর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন।চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
পলাশের প্রাণবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফয়েজ কবির ভূঁইয়া, বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান, সম্ভব চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল আলম পাটোয়ারী, আবুল হোসেন ভূঁইয়া, আব্দুর রশিদ ভূঁইয়া, মনির আহম্মদ শিপন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াছ পলোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়াসহ প্রমূখ।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন- খেলাধুলা তরুণ/যুব সমাজকে অন্ধকারাচন্ন থেকে আলোর পথে ধাবিত করে। তারজন্য প্রয়োজন একটি নেতৃত্বদানকারী পদক্ষেপ। বক্সগঞ্জ ইষ্টার্ণ স্পোর্টিং ক্লাব এলাকায় চড়াচ্ছে আলোর প্রদীপ। যুবকেরা আসক্ত হচ্ছে নেশা জুয়া চুরিডাকাতিসহ নানান অপকর্মে। এসকল ব্যধি থেকে সমাজকে রক্ষা করতে খেলাধুলার চর্চা অপরিসীম।
আমরা বক্সগঞ্জ ইষ্টার্ণ স্পোর্টিং ক্লাবের উত্তরোত্তর উজ্জ্বল সফলতা কামনা করছি।