নিজস্ব প্রতিবেদক:
যোগ্য ও ত্যাগী নেতাদের আসন আর দুর্নীতিবাজ ও সমালোচিতদের বয়কট করা হবে বলে মন্তব্য করেছেন ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।
মঙ্গলবার ইতালিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, যুগে যুগে ইতালী আওয়ামী লীগ, বড় বড় নেতা ও কর্মী তৈরি করেছে। বিদেশের মাটিতে দেশের সম্মান অক্ষুন্ন রাখতে তারা নিরলসভাবে কাজ করেছে। কিন্তু সংগঠনের ভেতরে কিছু অনুপ্রবেশের কারণে অনেক সময় দলের সম্মান ও ভাবমূর্তি নষ্ট হয়েছে। আশা করি, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ ইতালী আওয়ামী লীগকে আগামী দিনে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদের আসন দেবে এবং দুর্নীতিবাজ ও সমালোচিতদের বয়কট করবে।
Facebook Comments