স্টাফ রিপোর্টার:
ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়ায় আগ্নেয়গিরি “মাউন্ট এটনা” থেকে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। গত সোমবার আগ্নেয়গিরির বিস্ফোরণ শুরু হওয়ার সময় আগুনের সাথে ছাইয়ের কুন্ডলী আকাশে কয়েক কিলোমিটার উঁচু পর্যন্ত উঠতে দেখা গেছে। সেইসাথে আগুনের ঝর্ণা বা লাভা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। এ সময় সিসিলি দ্বীপে বসবাসকারী মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
সিসিলি দ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি জানায়, মাউন্ট এটনায় আগ্নেয়গিরি বিস্ফোরনের সময় আমরা মনে করেছিলাম, ভূমিকম্প হয়েছে।এ সময় প্রচন্ড ঝাকুনি অনুভূত হয়েছিল৷ কিন্তু পরক্ষণেই আকাশে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখে বুজেছিলাম আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছে। সিসিলিয়া দ্বীপের প্রশাসন মাউন্ট এটনা আগ্নেয়গিরি থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে।
উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে উঁচু ও জীবন্ত আগ্নেয়গিরি এটনা(Etna), যার উচ্চতা ৩৩২৯ মিটার৷ যা ভূমধ্যসাগর বেষ্টিত ইতালির মনোরম সিসিলি দ্বীপে অবস্হিত।
সিসিলিয়া আগ্নেয়গিরি বিস্ফোরণ
Facebook Comments