নুরুল ইসলাম(কুমিল্লা)প্রতিনিদি:
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে সদর দক্ষিণ মডেল থানার আয়োজনে পদুয়ার বাজার জামিয়াতুস সুন্নাহ্ মাদ্রাসার শীতার্ত এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৯ জানুয়ারী মঙ্গলবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, কুমিল্লা দক্ষিণ সদর সার্কেল প্রশান্ত পাল, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ, সাবেক কাউন্সিলর আবদুল মালেক ভুইয়া, মহানগর জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (বাবুল) সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এয়াকুব আলী চৌধুরী। প্রধান অতিথি পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম তাঁর বক্তব্যে বলেন, কুমিল্লা জেলা পুলিশকে জনগণের আশ্রয়স্থলে পরিনত করা হবে। তিনি পুলিশকে সার্বিক বিষয়ে সহযোগিতার করার আহবান জানান।