বিনোদন প্রতিবেদক
বছরের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবারও ফেসবুকে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ফেসবুকে এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ ফ্লাইওভার/ আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহরের সব সুন্দর ছেলেরা বনানীতে!
প্লিজ কেউ কিছু একটা করেন! নাইলে একটা ক্যাবল কারেরই লাইন বানায় দেন! মঝুলে ঝুলে যাইগা… ফারিয়ার এমন পোস্টে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি লিখেছেন, বনানী বাসা নাও প্লিজ… আমিও আসবো থাকতে।
ভাবনার এমন জবাবে ফারিয়া লিখেছেন, না না, তুমি ধানমন্ডি থাকো! আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব! এমন কইরো না আমার সাথে!