নিজস্ব প্রতিবেদক
অতি আদরের ছোট্ট সোনামনিটার তুলতুলে, কোমল নিতম্বে বা ডায়াপার এরিয়াতে ফুসকুড়ি দেখা গেলে মায়ের কপালে স্পষ্ট হয়ে ওঠে দুশ্চিন্তার রেখা। আপনার আদরের শিশুটির র্যাশ হোক কিংবা না হোক প্রতিবার নতুন ডায়াপার পরানোর আগে ডায়াপার এরিয়া পরিষ্কার করে সেখানে র্যাশ ক্রিম ব্যাবহার করা উচিত।ফুটফুটে শিশুটির যত্নের জন্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে ডায়াপার বা ন্যাপি অন্যতম। নাগরিক জীবনে ডায়াপারের ব্যবহারও বেড়েছে কয়েকগুণ, সেইসঙ্গে বেড়েছে র্ র্যাশ ক্রিমেরও ব্যবহার। সাধারণত শিশুর বয়স আড়াই বছর পূর্ণ হওয়া পর্যন্ত ডায়াপার পরানো হয়ে থাকে। ডায়াপারের প্রধান কাজ হলো শিশুর মলমূত্র ধারণ করা। সহজ কথায় যেহেতু শিশুর শরীরের নিন্মাংশের এই পোশাকটি প্রস্রাব ও পায়খানার সংস্পর্শে বেশি আসে, তাই এই সময়ে শিশুর ত্বকের সুরক্ষা নিশ্চিত করতে হয়। র্যাশ হোক কিংবা না হোক শিশুর ডায়াপার পরার দিনগুলোতে র্যায়শ ক্রিমের নিয়মিত ব্যবহার তাই বিশেষ গুরুত্বপূর্ণ।
এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রতিবার নতুন ডায়াপার পরানোর আগে ডায়াপার এরিয়া পরিষ্কার করে সেখানে অবশ্যই এই র্যাশ ক্রিমটি লাগাতে হবে। এটি শিশুর কোমল ত্বককে র্যাশমুক্ত, কোমল, ময়েশ্চারাইজড ও সুস্থ রাখতে সাহায্য করে, আর মায়েদের রাখে দুশ্চিন্তামুক্ত।