নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রকে সংস্কার করে নতুনভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এ সংস্কারে গণপূর্ত অধিদপ্তর যে খসড়া নকশা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিরোধ চলছে।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের কনফারেন্স রুমে গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে প্রথম সভা করেছে ঢাবি কর্তৃপক্ষ।
এই সভায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার।
সভা সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে টিএসসির একটি খসড়া নকশা প্রদর্শন করা হয়। তাদের এ নকশা অনুসারে টিএসসির পুরাতন সব ভবন ভেঙে নতুন তিনটি ভবন নির্মাণ করার প্রস্তাব দেয়া হয়। এ তিনটি ভবনের মধ্যে দুটি হবে তিনতলা বিশিষ্ট। আর বাকি ভবনটি হবে ছয়তলা। দুইতলা ভবন দুটি হবে বর্তমানের টিএসসির সামনের দিকের ভবনটির স্থানে ও অডিটোরিয়ামের স্থানে। আর ছয়তলা ভবনটি হবে বর্তমানে যেখানে ক্যাফেটেরিয়া আছে সেখানে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নকশা কিছুটা পরিবর্তন করতে গণপূর্ত অধিদপ্তরকে পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। নকশা চূড়ান্ত হলে এর অনুমোদন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘টিএসসি সংস্কার নিয়ে গণপূর্তের সাথে আমাদের একটি সভা হয়েছে। তারা আমাদের একটি নকশা দেখিয়েছে। নকশাটি দেখে আমরা আমাদের পরামর্শগুলো তদের জানিয়েছি।