সিনিয়র প্রতিবেদক, ইতালী:
ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবাসীর সম্পাদক খান রিপন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন টাইমস রিপোর্টের বিশেষ প্রতিবেদক রাজিব খান। তারা দু’জনেই বরিশালের সন্তান।
গত রোববার দুপুরে ইতালির রাজধানী রোমের, তরপিনাত্তারা রসইচ রেষ্টুরেন্টের হলরুমে ইতালিতে বসবাসরত সাংবাদিকদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়।
এর আগে গত ২২ নভেম্বর, সাধারন সভায় পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। গঠনতান্ত্রিক ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় দৈনিক প্রবাসীর সম্পাদক খান রিপনকে সভাপতি ও ডিবিসি স্যাটেলাইট টেলিভিশনের ইতালি প্রতিনিধি আমির হোসেনকে সাধারন সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করেন সাংবাদিক এ্যাডভোকেট আনিচুজ্জামান।
ইতালি বাংলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কার্যকরী কমিটি তালিকা তুলে ধরা হলো:
সভাপতিঃ খান রিপন (দৈনিক প্রবাসী), নির্বাহী সহ সভাপতিঃ এলিন আহমেদ মিঠু, সহ সভাপতিঃ ইউসুফ আলী (সমকাল), সাধারন সম্পাদকঃ আমির হোসেন লিটন (ডিবিসি), যুগ্ম সাধারন সম্পাদকঃ শিমুল রহমান (ধুমকেতু), যুগ্ম সাধারন সম্পাদকঃ স্বপন দাস (আমরা ইতালী প্রবাসী)
সাংগঠনিক সম্পাদকঃ তারেক হাসান নয়ন (ইল ধুমকেতু), সাংগঠনিক সম্পাদকঃ মনিকা ইসলাম (এন.আর.বি. টেলিভিশন), কোষাধক্ষ্যঃ আরিফুল হক (৭১নিউজ, সোজাকথা), দপ্তর সম্পাদকঃ সোহাগ খান (২১নিউজবিডি)
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ লিটন চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ রাজিব খান (ইতালি আজকের বার্তা), আন্তর্জাতিক সম্পাদকঃ সাইফুল করীম, মহিলা সম্পাদিকাঃ তানিশা ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদকঃ সোহাগ সামী (প্রথম সময়), তথ্য ও গবেষণা সম্পাদকঃ কাওসার আহমেদ (সকালের কন্ঠ),
সম্মানিত সদস্যঃ-জমির হোসেন (যুগান্তর), আনিচুজ্জামান (সাহসী বার্তা), পলাশ রহমান (লেখক, কলামিষ্ট),আলম শাহ্ (লেখক),হাফিজুর রহমান মিতু (লেখক, কলামিষ্ট),রবিন ঢালী, বি.এম. স্বপন (সংবাদ প্রতিদিন),বাবু ফকির (এবি৭১), এ.কে. জামান, ইরফানুল হক সুমন, সিকদার ইব্রাহীম (তুরিনো), সোহানুর রহমান উজ্জল (ভেনিস)।
টাইমস রিপোর্ট/ লন/নীল